দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: দাঙ্গা হাঙ্গামা করে এলাকায় আতংক বিরাজ করার অপরাধে কিশোর গ্যাং এর দুই গ্রুপের ৫ কিশোরকে আটক করেছে বন্দর থানা পুলিশ।
রোববার দুপুরে বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের মাঠে অভিযান চালিয়ে সংঘর্ষ চলা অবস্থায় এদের আটক করে পুলিশ।
আটককৃত কিশোরা হলো বন্দর থানার নবীগঞ্জ টি-হোসেন রোড এলাকার আফজাল মিয়ার ছেলে আতিকুল (১৫) বন্দর হাফেজীবাগ এলাকার মালেক মিয়ার ছেলে সাজু (১৫) একই এলাকার বাবু মিয়ার ছেলে রাতুল (১৪) নবীগঞ্জ বাগবাড়ী পঁচার মাজার এলাকার রফিক মিয়ার ছেলে নূর আলম (১৭) ও একই এলাকার গোলাম হারুন মিয়ার ছেলে মোঃ হোসেন (১৫)।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক শহিদুল জানান, রোববার দুপুরে সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ে মাঠে কিশোর গ্যাং এর দুই গ্রুপ লাঠী সোটা নিয়ে একপক্ষ অপর পক্ষের উপর হামলা চালায়। সংঘর্ষের ঘটনায় ওই সময় স্থানীয় এলাকাবাসী পুলিশে সংবাদ দিলে আমিসহ আমার সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে লাঠীসোটাসহ দুই গ্রুপের ৫ জন কিশোরকে আটক করি। পরে আটককৃতদের ১৫১ ধারায় ওই দিন দুপুরে তাদেরকে আদালতে করা হয়েছে।