দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: র্যাব-১১ বন্দরে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৫ বান্ডিল তাশ ও জুয়া খেলার নগদ ১৬ হাজার ১’শ ৩০ টাকাসহ ৭ জুয়ারীকে আটক করেছে ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় বন্দর উপজেলার মদনপুরস্থ কামতাল এলাকার জাহাঙ্গীরের বসত ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় এদেরকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত জুয়ারীরা হলো বন্দর উপজেলার মালিভিটা এলাকার মৃত সরফত আলী মিয়ার ছেলে রজ্জব আলী (৩৫) একই এলাকার মৃত সামছুল হকের ছেলে আব্দুল মতিন (৪৫) একই এলাকার মৃত আশরাফ আলী মিয়ার ছেলে রবিউল্ল্যাহ (৫০) কামতাল এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে তোবার হোসেন (৩৬) একই এলাকার মৃত ইদ্রিস আলী মিয়ার ছেলে আব্দুল বারেক (৪০) ও একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর (৪৫) ও মালিভিটা এলাকার নুরুল ইসলামের ছেলে আমির হামজা (৫৮)।
এ ব্যাপারে র্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের নায়েব সুবেদার (বিজিও) কায়ছার আলী বাদী হয়ে শুক্রবার বিকেলে আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় জুয়া আইনে মামলা রুজু করে।
এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত জুয়ারীরা বন্দর থানা হাজতে আটক আছে বলে থানা সূত্রে জানিয়েছে।