দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সিদ্ধিরগঞ্জে দুই হাজার ৫২০ লিটার চোরাই তেলসহ মো. শাহজাহান (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
শনিবার (২২ মে) সকাল ৮ টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এ ডিপো থেকে প্রতিদিন শত শত লরি তেলভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে কিছু অসাধু লরির ড্রাইভার ও হেলপার তেল চুরি করে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এছাড়াও এ চোরাই চক্রটি তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এ সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাব অভিযান অব্যাহত থাকবে।
এদিকে আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।