দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
সোমবার (৩১ মে) দুপুর ১ টায় নগরীর ১৫নং ওয়ার্ডস্থ গণবিদ্যা স্কুল সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ দেওয়ানের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এ সময় রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাউছার আশা।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাবেল, মেহেদী হাসান খান,
মাকিদ মোস্তাকিম শিপলু, ওপেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন লিয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, মহানগর ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি রিয়াদ হোসেন,
মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা শুক্কুর আলী, কামাল হোসেন, মমিন মিয়া, মানিক, মোশারফ হোসেন, আসিফ, জীবন সহ ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।