দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শহরের রিজিয়া জেনারেল হাসপাতালের ডাক্তার আজগর আলী অপচিকিৎসার কারনে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার প্রধানের ভাগ্নী গৃহবধূ আখি মনি (২৪) মৃত্যু বরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মৃত্যু বরণ করে।
মৃত্যুবরণকারি গৃহবধূ আখি মনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধবপাশা এলাকার আলী বাহার প্রধানের মেয়ে।
সাহাবাগ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের র্মগে প্রেরণ করেছে। অপচিকিৎসায় গৃহবধূ মৃত্যু বরণের ঘটনায় সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
নিহত পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর ১২টায় গৃহবধূ আখি মনি ৮ মাসের অন্তঃসত্বা হয়ে বন্দর সূর্যমুখি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে আসে। পরে সেখানে তার প্রসব বেদনা শুরু হলে সূর্যমুখি ক্লিনিক কর্তৃপক্ষ তাকে সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহনের পরামর্শ দেয়।
ওই সময় রিজিয়া হাসপাতালের রিয়াজ নামে এক দালাল রোগীর স্বজনদের প্রলোভন দেখিয়ে বিকেল ৩টায় অন্তঃসত্বা গৃহবধুকে রিজিয়া জেনারেল হাসপাতালে র্ভতি করায়। পরে বিকেল ৫টায় উল্লেখিত হাসপাতালের কতিপয় ডাক্তারগন সিজার করার উদ্দেশ্যে ওটিতে নিয়ে অপারেশন শুরু করে। আংশিক অপারেশনের পর রোগীর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তড়িগড়ি করে মুমুর্ষ অবস্থায় গৃহবধূকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক আখি মনিকে মুমুর্ষ অবস্থায় সিজার অপারেশন করে নবজাতককে বাঁচাতে সক্ষম হলেও আখি মনিকে বাঁচাতে পারেনি । পরে সাহাবাগ থানা পুলিশ ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে রিজিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীকে মুমুর্ষ অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছে। রোগীর অবস্থা বেগতীক দেখে তাকে আমরা ঢামেক হাসপাতালে প্রেরণ করি।