দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ দোয়া ও মাস্ক বিতরন করা হয়।
বৃহস্পতিবার (১০ জুন) বাদ আছর চাষাড়াস্থ বাগে জান্নাত মসজিদ সংলগ্ন এলাকায় এই আয়োজন করা হয়।
জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি শহীদুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিলাদ দোয়া ও মাস্ক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা জিয়া স্মৃতি সংসদের নেতা পনির হোসেন, মিঠু আহমেদ, আদিম হোসেন, মাহফুজ মিয়া, দোলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ আবু তাহের। মিলাদ ও দোয়া শেষে মাস্ক বিতরন করেন উপস্থিত নেতৃবৃন্দরা।