দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে সরকারি নির্দেশনা না মেনে হোটেল এবং রেস্তোরাঁয় টেকওয়ে সার্ভিস অর্থাৎ পার্শেল খাবার ব্যবস্থার পরিবর্তে হোটেলে বসিয়ে খাওয়ানো সহ সাস্থ্যবিধি অমান্য করার অপরাধে বৈশাখী রেস্তোরাঁ ও ঘরোয়া বিরিয়ানি হাউজ দুইটি রেস্তোরাকে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জরিমানার আওতায় এনে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা এবং পাশাপাশি দুটি রেস্তোরাকে কে সিলগালা করে দেয়া হয়।
বৃহস্পতিবার(২৪ জুন) নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলাধীন এ দুইটি রেস্তোরাকে জরিমানা আরোপ,আদায় ও সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়।
এছাড়াও শহরের প্রান কেন্দ্র চাষাড়া মোড়ে অবস্থিত অন্যান্য রেস্তোরা গুলোতে অভিযান পরিচালনা করেন সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করছে তা দেখার জন্য এবং সরকারি নির্দেশনা পালন করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মাজিস্ট্রেট।
মোঃসাইদুজ্জামান হিমু সংবাদ মাধম্যকে জানান, প্রতিদিন জেলাব্যাপী জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ২০ টি মোবাইল টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানুষের মাঝে সচেতন বাড়াতে এবং সরকারি বিধিনিষেধ পালন করতে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যাক্ত করেন এবং সকলকে মহামরী করোনার ছোবল থেকে মুক্ত রাখতে নিজেকে ও পরিবারের সকলকে যথাযথভাবে সাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।