দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাজির আহামেদ সহ তার পরিবার করোনা উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসাধীন থাকায়।তাদের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (২৯ জুন) এক বিবৃতিত্বে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষে তাদের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাজির আহমেদ ও তার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে বেশ কয়েক দিন যাবৎ করোনা উপসর্গ নিয়ে দেওভোগ নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।
তাদের সুস্থতা কামনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করা হয়েছে। সেই সাথে বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্তদের সুস্থতার জন্য দোয়া কামনাকরা হয়।