দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নাসিক মেয়র আইভীর ছোট ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জলের বিরুদ্ধে বসতবাড়ী ভেঙ্গে দখলের অভিযোগ তুলেছে সুপ্রিম কোর্টের আইনজীবীর মোস্তাক আহমেদ।
বৃহস্পতিবার (২৪ জুন) বেলা পৌনে ১১ টায় নগরীর ১৬নং ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী ঐ আইনজীবী।
সুপ্রীম কোর্টের আইনজীবী মোস্তাক আহমেদ জানান, ৮২ বছর আগে সমশের আলী নামের দাগের ৪৩ শতাংশ সম্পত্তি থেকে পৌনে ২২ শতাংশ ক্রয় করেন আমার দাদা। বাকী জামি ক্রয় করেন মেয়র আইভীর বাবা আলী আহাম্মদ চুনকা। ১৯৭৫ সালে মাপঝোপ করে তাদের জায়গা বুঝে নিয়ে চুনকা সাহেব নকশায় স্বাক্ষর করে দেয়াল নির্মাণ করেন।
সম্প্রতি চুনকার ছেলে ও মেয়র আইভীর ভাই আলী রেজা উজ্জল আমাদের বসতবাড়ীতে জমি পাবে বলে দাবি করে আসছে। ২৪ জুন বেলা পৌনে ১১টার দিকে মেয়র আইভীর ভাই আলী রেজা উজ্জলের নেতৃত্বে দেড় শতাধিক ক্যাডার বাহিনী আমাদের বাড়ীতে আসে। সঙ্গে সিটি কর্পোরেশনের
ভেকু ও উচ্ছেদ কর্মী নিয়ে আসেন কর্পোরেশনের সার্ভেয়ার কালাম মোল্লা। কোনকিছু বুঝে ওঠার আগেই তারা ভেকু দিয়ে আমাদের বসতঘর ভাঙ্গা শুরু করে। আমি মোবাইল ফোনে ভিডিও করতে গেলে যুবলীগ নেতা উজ্জল আমার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং আমাকে মেরে ফেলার হুমকী দেয়। পরে বাসার ফোন দিয়ে আমি ফতুল্লা থানা পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে আসে। তখন উজ্জল ওই পুলিশদের মেয়র আইভীর সাথে কথা বলিয়ে দিলে তারা (পুলিশ) চলে যায়।
এদিকে ব্যক্তিগত সম্পত্তি ইস্যুতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্ত সেবা প্রদানকারী সংস্থা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বেকু গাড়ি ও কর্মকর্তাদের ব্যবহার করা কতটুকু বৈধ সেটা নিয়ে নানা প্রশ্নের দাগ কেটেছে সচেতন মহলের মাঝে।