দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লায় কভার্ড ভ্যানের চাপায় দুই অটোরিক্সারোহি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
নিহতরা হলো কাশিপুর হাজীপাড়ার মৃত হাসেম আলীর পুত্র আব্বাস আলী(৫২),একই গ্রামের মৃত চান মিয়ার পুত্র আফাজ উদ্দিন(৫৭)। আহত হয়েছেন অটোরিক্সা চালক মিজান।
এ ঘটনায় কভার্ড ভ্যান সহ কভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ। আটককৃত কভার্ড ভ্যান চালক হলো বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার কাদিরাবাদের বিল্লাল মল্লিকের পুত্র মোঃ রাসেল (৩৫)।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৯জুন) দুপুরে ফতুল্লা থানাধীন মাসদাইর আমেনা গার্মেন্টসের সামনে।
জানা যায়,শনিবার দুপুর তিনটার দিকে অটোরিক্সায় করে নারায়নগঞ্জ যাবার পথে মাসদাইর চৌধুরী কমপ্লেক্সে সংলগ্ন আমেনা গার্মেন্টসের সামনের রাস্তায় একটি কাভার্ড ভ্যান(ঢাকা মেট্রো ন ১৭-৭৯৬২) সামনে৷থেকে অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিক্সা যাত্রি আব্বাস আলী ও আফাজ উদ্দিন সহ অটোরিক্সা চালক রক্তাক্ত হলে তাদেরক প্রথমে শহরের জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আব্বাস আলী ও আফাজ উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই রেফার্ড করলে ঢাকা নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।নিহতদের মৃত দেহ তাদের স্বজনেরা নিজ নিজ বাড়ীতে নিয়ে যায় বলে জানা যায়।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক সহ কভার্ড ভ্যান চালক মোঃ রাসেল কে আটক করে পুলিশ।