দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারো চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই করে নিয়ে গেছে র্দুবৃত্তরা।
নিহতের নাম রাজু (৪৮)। সে মাসদাইরের জামালের গ্যারেজের অটো চালক। মঙ্গলবার (২৯ জুন) ভোর রাত প্রায় ৪টার দিকে ফতুল্লার ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়ামের প্রধান গেইট সংলগ্ন শুকতারা ক্লাব গলির সামনের রাস্তায় এ ঘটনা ঘটেছে।
ফতুল্লা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রাত ১০টার দিকে রেললাইন ধরে চাষাড়া-ইসদাইর মাঝামাঝি অবস্থিত জয়যাত্রা ক্লাব দখলকে কেন্দ্র করে রুবেল নামক এক যুবকের মৃত্যুসহ তিনজন আহত হয়।
দুই গ্রুপের সংঘর্ষে নিহত দিনমজুর (রাজমিস্ত্রী) রুবেল হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার করার জন্য তিনিসহ পুলিশের একাধিক টিম যখন কাজ করছিলেন ঠিক তখনি ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়ামের প্রধান গেইটের সামনে শুকতা ক্লাবের সামনের রাস্তায় যাত্রীবেশে ছিনতাইকারীরা পেছন থেকে চালকের গাড়ে ও পিঠে ছুরিকাঘাত করে হত্যা করে রাস্তায় ফেলে দিয়ে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।
পুলিশের একটি দল তা দেখতে পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল পাঠায় এবং অপর একটি দল ঘাতক চক্রকে ধাওয়া করলেও ছিনিয়ে নেয়া অটোরিক্সাসহ আটক করতে পারেনি যাত্রীবেশী র্দুবৃত্তদের। নিহতের পরিচয় যাচাই বাছাই চলছে।
সে ফতুল্লার কোন এলাকায় বসবাস করে কার ইজিবাইক চালায় সে বিষয়েও খোজ খবর নেয়া হচ্ছে। নিহতের নাম রাজু এবং মাসদাইরের জামালের গ্যারেজের চালক ছিলো বলে তিনি জানান।
এর আগে চলতি মাসের ১৮ তারিখে রাত একটার দিকে ফতুল্লাা পিলকুনি পেয়ারা বাগান এলাকায় একই কায়দায় হত্যা করে যাত্রীবেশী দূর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে যায়।ব্যাটারী চালিত মিশুক।পরে নিহতের পকেটে থাকা মোবাইলফোনের সূত্র ধরে তার পরিবারকে সংবাদ দেয়াসহ নিহতের পরিচয় সনাক্ত করা হয়।
এ ঘটনার সাথে জড়িত নিশাত নামক এক ঘাতককে আটক করে পুলিশ। হত্যাকান্ডের কথা স্বীকার করে নিশাত আদালতে জবানবন্দি প্রদান করেছে বলে পুলিশ জানায়।