দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে নাঈম (৪২) নামে রং কন্ট্রাকটারকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে।
শনিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার কুশিয়ারাস্থ হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে ভিতরে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় রং কন্ট্রাকটারকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
এ ব্যাপারে আহত কন্ট্রাকটার নাঈম মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে দুই জনের নাম উল্লেখ্য করে ও ৩ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বড় মনহরদী এলাকার সুরুজ বেপারী ছেলে নাঈম মিয়া বন্দর উপজেলার কুশিয়ারাস্থ হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের র্নিমানাধীন ভবনে রং এর কাজ করতে আসে।
প্রায় সময় কুশিয়ারা এলাকার মৃত ইসহাক মিয়ার বখাটে ছেলে মামুন ও একই এলাকার দেলোয়ার মিয়ার ছেলে রাহিম স্কুলে প্রবেশ করে রং কন্ট্রাকটারের কাছে টাকা দাবি করে। এর ধারাবাহিকতায় শনিবার বেলা সাড়ে ১১টায় উল্লেখিত দুই চাঁদাবাজ পুনরায় স্কুলে প্রবেশ করে রং কন্ট্রাকটারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
এতে রং কন্ট্রাকটার নাঈম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই সময় বখাটে মামুন ও রাহিম ক্ষিপ্ত হয়ে এসএস পাইপ মাথা ও হাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।