দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১১ই জুন) দুপুরে ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় মেম্বারের বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়ার আইলপাড়ায় আওয়ামী লীগ নেতা আলী হোসেনের বাড়ির পাশে একটি পরিত্যক্ত ডোবায় লাশটি দেখতে পেয়ে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঘটনাস্থল থেকে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই খলিলুর রহমান জানান, যুবকের পড়নে রয়েছে কালো প্যান্ট ও ব্লু টি শার্ট । তবে এখনও যুবকের পরিচয় জানা যায়নি।