দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৫ চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে ২২ হাজার ৯৭৫ টাকা জব্দ করা হয়।
শনিবার (২৬ জুন) বিকেল ৫টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে সাতজন ও সন্ধ্যা সাড়ে ৭টায় সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে আট চাঁদাবাজকে আটক করা হয়।
রোববার (২৭ জুন) বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, ইমাম হোসেন ফাহাদ (২৮), মো. নুর ইসলাম লিছন (৩৬), মো. ইসমাইল হোসেন (৩৬), মো. আরিফুল রহমান শ্যামল (৩৬), মো. বাদশা ফাহাদ (৩৬), মো. সুমন হোসেন মোল্লা (৩২), রনি ফকির (২৬), মুন্না খান (৩১),
মো. আনার হোসেন (৫৫), মো. বাবু মিয়া (২৮), লিটন মিয়া (৩৯), মো. আমীর আলী (২৬), আনোয়ার হোসেন তপু (৩১), চান বাদশা (৪৭) ও আব্দুল কাদের (৫৫)।
র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সম্রাট তালুকদার জানান, একটি চক্র সাইনবোর্ড ও সানারপাড় এলাকায় ঢাকা-চট্রগ্রামগামী পরিবহনের চালক ও হেলপারদের কাছ থেকে গাড়িতে আঘাতের ভয় দেখিয়ে পরিবহনপ্রতি দৈনিক ৫শ থেকে ১শ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন।
আটকদের বিরুদ্ধে প্রযোজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এএসপি।