দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আর্তমানবতার সেবায় জন-সাধারনের জন্য মহানগর বিএনপির উদ্যোগে উদ্ভোধন করা “করোনা হেল্প সেন্টারের” ৮ম দিনের মত সেবা কার্যক্রম চলমান রয়েছে। এখানে রয়েছে অক্সিজেন, ওষুধ, হেন্ড স্যানিটাইজার, মাস্ক, ভিটামিন ক্যাপসুল সহ নানা সেবার ব্যবস্থা।
আর চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রতি দিন বিকেল ৩ টা থেকে ৫টা পযর্ন্ত ধারাবাহিকতার থাকছেন ২ জন চিকিৎসক।
এ বিষয় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের অনেক মানুষ এর ছোবলে পরেছে।
তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে আর্তমানবতার সেবায় আমরা “করোনা হেল্প সেন্টারের” সেবা কার্যক্রম চালু করেছি।
আর সবাই সেবা কার্যক্রমের আওতায় থাকবে। আমরা “করোনা হেল্প সেন্টারের” মাধ্যমে টেলি মেডিসিন প্রেসক্রিপশন ব্যবস্থা চালু করেছি। এখানে প্রতি দিন বিকেল ৩ টা থেকে বিকেল ৫টা পযর্ন্ত এই সেবা চালু রয়েছে।
প্রতিদিন ধারাবাহিকতার সহিত ২ জন চিকিৎসক আমাদের “করোনা হেল্প সেন্টারের” সেবা প্রদান করবে। এছাড়া জরুরী সেবার জন্য মোবাইল ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু :-০১৭৩২৬৪২৮৪৫, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপ :-০১৭১১০৪৯৮৩১, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মুজিবুর রহমান :-০১৭১১৬০৪৭৫২, (ডাব) নেতা ডাঃ ফারুক হোসেন :-০১৭১৭২৯৯৮৯৩।
আমাদের “করোনা হেল্প সেন্টারে” রয়েছে অক্সিজেন, ওষুধ, হেন্ড স্যানিটাইজার, মাস্ক, ভিটামিন ক্যাপসুল সহ নানা সেবার ব্যবস্থা।
এদিকে, সোমবার (২৬ জুলাই) ৮ম দিনের মত “করোনা হেল্প সেন্টারে” জন-সাধারনকে সেবা প্রদানের জন্য দায়িত্ব পালন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু,
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মুজিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর যুবদল নেতা ফয়েজ উল্লাহ সজল, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক ফজলুল হক, সদর থানা গামেন্টর্স শ্রমিক দলের সভাপতি সেলিম।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে ভার্চ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে আর্তমানবতার সেবায় মহানগর বিএনপির উদ্যোগে “করোনা হেল্প সেন্টারের” উদ্ভোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এরই ধারাবাহিকতায় প্রতিদিন বিকেল ৩ টা থেকে ৫টা পযর্ন্ত জন-সাধারনের জন্য “করোনা হেল্প সেন্টারের” সেবা কার্যক্রম চালু থাকে।