দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে ইভটিজিংএ বাধা দেওয়ার জের ধরে সন্ত্রাসী হামলায় ৪ যুবক রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো শান্ত (২১) রাকিব (২৩) মাহাবুব ৯১৯) রোহান (২২)্ এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহত যুবক শান্ত মা আসমা বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন বিকেলে বন্দর থানায় ৯ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত াবিযোগ দায়ের করে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দর উপজেলার দিঘলদী এলাকার সেলিম মিয়ার ভাতিজি ও বন্দর শাহাজাল মাদ্রাসার ছাত্রীকে তাদেরই বাড়ি সামনে উক্তাক্ত করে একই ইউনিয়নের জিধরা এলাকার ওমর কসাই মিয়ার ছেলে নাজিম উদ্দিন ও তার সহযোগিরা। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রী বিষয়টি তার চাচাত ভাই শান্তকে জানালে।
ওই সময় শান্ত তার বন্ধুদের সাথে নিয়ে উক্তাক্ত ঘটনার প্রতিবাদ করলে এতে সন্ত্রাসী নাজিম উদ্দিন ও তার ভাই নাজমুল একই এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে আকাশ, সাইফুল মিয়ার ছেলে মাহিন, আসমত উল্ল্যাহ মিয়ার ছেলে ইমন একই এলাকার সাগর,
রিয়াদ, স¤্রাট ও বাবুসহ অজ্ঞাত নামা ৮/১০ সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে শান্তসহ তার বন্ধুদের উপর অর্তকিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা ৪ যুবকে বেদম ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।