দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় খেলার সরঞ্জাম সহ ৪ জুয়াড়ীকে আটক পুলিশ।
সোমবার(৫ই জুলাই)সকালে ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার চেচুড়ি গ্রামের দক্ষিন পাড়ার হামিদ গাজীর ছেলে সবুজ গাজী (৪৫), আবুল কাশেম গাজী ছেলে আব্দুল্লাহ গাজী (২৮),
মৃত: আক্কেল সরদারের ছেলে আহম্মেদ সরদার (৫২), মৃত: ওয়াজেদ গাজীর ছেলে সাইফুল ইসলাম (৪১) । তাদের সকলকে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়।