দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতা সৃষ্টির মামলায় আবজাল হোসেন (৪৫) নামের এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৩০) জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার লাল মিয়ার ছেলে। দুপুরে র্যাব-১১ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড়, শিমরাইল এবং চিটাগাং রোড এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ ও সরকারি কাজে বাধার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদ স্বীকার করেছেন।
গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।