দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ লকডাউনে অভাব অনটনে থাকা প্রতিবন্দী সহোদরের নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম,অনলাইন পোর্টাল ও বিভিন্ন পত্রিকায় ভাইরাল হওয়ার পর বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কমল খান ওই প্রতিবন্দীদের খোঁজ নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন।
মঙ্গলবার ৬জুলাই দুপুরে বন্দর শাহীমসজিদ এলাকার শারিরীক প্রতিবন্দী ও বাকপ্রতিবন্দী দুই সহোদরের বাড়িতে ১মাসের খাদ্য সামগ্রী তার এক সহকর্মী সাংবাদিক শেখ আরিফের মাধ্যমে বাড়িতে পৌছে দেন।
লকডাউনে খাবার পেয়ে প্রতিবন্দী সহোদর আবেগে আপ্লোত হয়ে বলেন,লকডাউনে খুব কষ্টে ছিলাম। ঘরে খাবারের খুব সংকট ছিল। এলাকার বড় ভাই সাংবাদিক শেখ আরিফ ভাই হটাৎ করে বাড়িতে এসে খোজঁ-খবর নিল।
এর আগেও একবার সে বন্দর ইউএনও স্যারের কাছ থেকে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছিল। এখন আবার সে আমাদের দূরবস্থায় থাকার নিউজ করে প্রকাশ করার পর বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল খান ভাইয়ের মাধ্যমে বাড়িতে এসে খাবার পৌছে দিয়েছে।
আসলে সাংবাদিকরা এমনই হয়। আমি সাংবাদিক কমল খান ভাইসহ সকল গনমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।