দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লা থেকে অপহরনের ১৯ দিন পর অপহৃত স্কুল ছাত্রী অথৈ(১৪) কে গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অপহরনকারী মোরসালীন(২৪)।
মঙ্গলবার (২৭জুলাই) রাতে তাকে গোপালগঞ্জ থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক দেবাশীষ কুন্ড সঙ্গীয় ফোর্স সহ গোপালগঞ্জ জেলার সদর থানার বলাকৈর গ্রামে মোরসালিনের বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃত অথৈ’কে উদ্বার করে। তবে গ্রেফতার এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অপহরন মামলার প্রধান আসামী মোরসালিন।
জানা যায়,চলতি মাসের নয় তারিখ সন্ধ্যায় মোরসালিন ও তার সহোযোগিরা ফতুল্লার দেওভোগ শেষমাথার বাশমুলিস্থ নিজ বাড়ীর সামনে থেকে নবম শ্রেনীর ছাত্রী অথৈ কে অপহরন করে নিয়ে যায়।
এ ঘটনার একদিন পর অপহৃত স্কুল ছাত্রীর পিতা বাচ্চু প্রধান তার মেয়েকে অপহরন করার অভিযোগ এনে গোপালগঞ্জ জেলার সদর থানার বলাকৈর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের পুত্র ও ফতুল্লা থানার দেওভোগ বাশমুলির প্রধান বাড়ীর আকরামের ভাড়াটিয়া আনোয়ার হোসেন ও তার পুত্র মোরসালিন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পর পুলিশ মামলার এজাহারনামীয় আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক দেবাশীষ কুন্ড জানান,মামলার প্রধান আসামী মোরসালিনের গ্রামের বাড়ী গোপালগঞ্জ থেকে মঙ্গলবার রাতে অপহৃত স্কুল ছাত্রী অথৈ কে উদ্বার করা হয়েছে। অপহরনকারী মোরসালিন কে অতি দ্রুত গ্রেফতার করা হবে বলে তিনি জানান।