দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লা মডেল থানা পুলিশ মিশুক চালক রাজা হত্যা মামলায় অভিযুক্ত আরো দুই আসামীকে গ্রেফতার করেছে এবং সাথে ৫টি মিশুকও উদ্ধার করে। আটককৃতরা হলো -জেলা পরিষদ সংলগ্ন মো.আসাদুজ্জামানের ছেলে মোঃ রাজু আহমেদ ও পূর্ব ইসদাইর এলাকার সামাদ মিস্ত্রিও ছেলে মোঃ রিপন (২২)। এ আগে এ মামলায় নিশান সরকার,মামুন,রাসেল ও শেখ সহিদ সেলিমকেও আটক করেছিলো।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা বলেন,আমাদের পুলিশ সুপার মহোদয় নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত রাখতে কঠোরভাবে কাজ করে যাচ্ছেন। তার নির্দেশে জেলা প্রতিটি থানা পুলিশ নিরলসভাবে প্রকৃত অপরাধীদেরকে আটক কওে আইনের আওতায় আনছেন।
গত ১৭ জুন থানাধীন পিলকুনি এলাকায় এবং ২৯জুন ইসদাইর এলাকায় ব্যাটারি চালিত মিশুক গাড়ি ছিনতাই করে চালককে হত্যার ঘটনা ঘটে। উক্ত দুইটি ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার মামলা যার নং ৫১ এবং ৮১। উভয় মামলার ধারাঃ-৩৯৪/৩০২/২০১। জেলা পুলিশ সুপার মো.জায়েদুল আলম (পিপিএম-বার), অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুবাস চন্দ্র সাহার সঠিক দিক নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান, ওসি তদন্ত মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে এসআই/ইমানুর হোসেন থানার অন্যান্য অফিসার ও ফোর্সদের সমন্বয়ে গঠিত টিম থানা এলাকা সহ আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
উল্লেখিত ধৃত আসামিদের মধ্যে নিশান সরকার এবং ২। মামুন বিজ্ঞ আদালতে ঘটনার বিষয়ে তাদের সম্পৃক্ততা উল্লেখ করে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে এবং আরো কিছু ব্যক্তি উক্ত ঘটনার সহিত জড়িত মর্মে উল্লেখ করে।
পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা সহ বিভিন্ন সময় চুরি/ছিনতাই হওয়া মিশুক গাড়ি উদ্ধার ও তাদের আশ্রয় দাতা, ক্রয় বিক্রয়কারীদের বিরুদ্ধে গ্রেফতারের অভিযান অব্যহত আছে।