দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ২য় তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের আয়োজনে মিলাদ মাহফিল ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বাদ জোহর সদর ও বন্দর জাতীয় পার্টির নেতৃবৃন্দের উদ্যোগে নবীগঞ্জ কদম রসুল দরগাঁ জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়ানুষ্ঠানে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু,যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন,আকরাম আলী শাহীন,সদস্য সচিব মোঃ হানিফ,জাতীয় পার্টি নেতা আজিজুর রহমান বাদল,সাঈদ চৌধুরী,কাজী মহসিন,মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহ আলম,ইকবাল মোল্লা,আলী হায়দার শামীম,
গিয়াস উদ্দিন চৌধুরী,মোঃ কামাল ,লিটন মিয়া,মোঃ ওয়াসিম,সাহাবুদ্দিন সাভা,বাচ্চু মিয়া,শরিফ শাহ,ব্যংকার নুর মোহাম্মদ,মোঃ আব্দুস সালাম,সোহান সরকারসহ জেলা,মহানগর,সদর ও বন্দরের জাতীয় পার্টি নেতৃবৃন্দ।
দোয়া পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় জাতীয়পার্টি নেতা কর্মীরা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লিবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের স্মৃতি চারন করে জাতীয় পার্টি শাষনামলে তার অবদান তুলে ধরা হয়।
পাশাপাশি গ্রাম বাংলার মানুষের ক্রান্তিকালে পাশে থাকা এমন মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারন করা হয়।
পরিশেষে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আতœার শান্তি কামনাসহ নারায়ণগঞ্জের ৫ আসনের এমপি সেলিম ওসমানের দীর্ঘ জীবন কামনা করে দোয়া পাঠ করা হয়। দোয়াশেষে দুস্থ্যদের মাঝে খাবার বিতরন করা হয়।