দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে কভার্ডভ্যানের নিচে চাপা পড়ে জাকির হোসেন (৪৫) নামে এক বিক্রয় কর্মী নিহত হয়েছেন।
বুধবার (২৮ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বারাকা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেনের বাড়ি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় বলে জানা গেছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ কভার্ডভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৮ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ বারাকা হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন আবুল খায়ের গ্রুপের ভোগ্যপণ্য বিক্রয় প্রতিনিধি জাকির হোসেন।
এ সময় বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর পিছনের দিক থেকে আসা একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।