দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ র্যাব-১০ বন্দরে অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিল ও ২’শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৯’শ ৯০ টাকাসহ হাফেজা বেগম (৪৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ।
সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় বন্দর উপজেলার পশ্চিম ফুলহরস্থ রমিজ উদ্দিন মিয়ার বাড়ী থেকে উল্লেখিত মাদকদ্রব্যসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাফেজা বেগম একই এলাকার রমিজ উদ্দিন মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
এ ব্যাপারে র্যাব-১০ এর উপ-পরিদর্শক সুশীল জীবন চাকমা বাদী হয়ে গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৫(৭)২১।
থানা সূত্রে জানা গেছে, র্যাব-১০ সিপিএসসি-২ কেরানীগঞ্জ ঢাকা একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় বন্দর থানার মদনপুর ফুলহর এলাকায় অভিযান চালায়।
অভিযান কালে র্যাব-১০ ফেন্সিডিল ও গাঁজা বিক্রি কালে ৫ বোতল ফেন্সিডিল ও ২’শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রি নগদ টাকাসহ হাফেজা বেগম নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র্যাব-১০ রাতেই নারী মাদক ব্যবসায়ীকে বন্দর থানায় সোর্পদ করে। পরে পুলিশ র্যাব-১০ এর দায়েরকৃত মাদক মামলায় মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করে।