দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মায়ের মৃত্যুতে তার বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে শামীম ওসমান দেওভোগে মেয়র আইভীর বাসভবনে গিয়ে এ সমবেদনা জানান।
এর আগে শহরের মাসদাইর এলাকার কবরস্থানে গিয়ে আইভীর মায়ের কবর জিয়ারত করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
এসময় তার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র আইভী তার মায়ের জন্য দোয়া কামনা করেন। শামীম ওসমান আইভীর পাশে বসে কিছুক্ষণ সমবেদনামূলক কথা বলেন। শেষে তার মাথায় হাত রেখে দোয়া করেন।
রোববার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টায় শামীম ওসমানের বড় ভাই ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান দেওভোগে মেয়র আইভীর বাসভবনে গিয়ে তার সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেছিলেন।
মেয়র আইভীর মা মমতাজ বেগম (৭৩) রোববার বিকেল পৌনে ৫টায় শহরের দেওভোগের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।