দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রুপগঞ্জে কারখানায় অগ্নিকান্ডে অর্ধশতাধিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল। সেই সাথে এই ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শুক্রবার (১০ জুলাই) মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এক বিবৃতিতে এই গভীর শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, দেশের চলমান পরিস্থিতিতে বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের কারনে মানুষ আজ দিশেহারা। এরই মধ্যে অনাকাঙ্খিত ভাবে রুপগঞ্জে কারখানায় অগ্নিকান্ডে অর্ধশতাধিক প্রাণহানির ঘটনা সহজে মেনে নেয়া যায় না।
আমরা মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আর অগ্নিকান্ডের ঘটনায় যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সাথে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদেরকে সরকারের পক্ষ থেকে সহযোগীতা করার আহবান জানাচ্ছি।