দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ চলমান ৭দিনের লকডাউনে সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে বন্দরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৬ জুলাই) বন্দরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন।
জানা গেছে,৬ষ্ঠদিনের চলমান লকডাউনে বন্দর বাজার,সোনাকান্দা,মদনগঞ্জসহ ৫টি দোকান মালিক ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে সরকারী নির্দেশ মেনে চলতে বলা হয় ।
বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন বলেন,সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়। দেশের সংকটময় পরিস্থিতি মোকাবিলায় আমাদের সহায়তা করুন। কেটে যাক সকল সংকট। আবার সুস্থ্য হয়ে উঠুক পৃথিবী।