দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁয়ে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে সাঈদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত শুক্রবার (২৩ জুলাই) জুম্মার নামাজের সময় মােহাম্মদ সাঈদ (২২) উপজেলার পিরােজপুর ইউনিয়নের প্রতাপেরচরের এলাকার ভাড়াটিয়া মৃত মুসকানদার আলীর ছেলে মােহাম্মদ সাঈদের শিশু মিথিলাকে চকলেট দেওয়ার প্রলােভনে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় ছােট শিশুটির আত্ম চিৎকারে বাড়িতে থাকা তার মা এবং প্রতিবেশিরা এসে দরজা বন্ধ দেখে দরজা ধাক্কাধাক্কি শুরু করলে সাঈদ জানালা খুলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোক ধর্ষক সাঈদকে আটক করে পুলিশে সোর্পদ করে।
ধর্ষণ চেষ্টাকারী মােঃ সাঈদ সুনামগঞ্জ জেলার ছাতক থানার খাইরাগাও এলাকার বাসিন্দা সােনারগাঁয়ের প্রতাপেরচর এলাকায় বাসা ভাড়া করে থাকতাে।
সোনারগাঁ থানার ওসি মােহাম্মদ হাফিজুর রহমান জানান, শিশু ধর্ষণের চেষ্টা ঘটনায় ধর্ষককে গ্রেফতার করে নারায়ণগঞ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।