দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বিকেলে বন্দরের মীরকুন্ডি এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, প্রধান আলোচক হিসেবে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও বিশেষ আলোচক হিসেবে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু হাসনাত শহীদ বাদল বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়ে ৭ কোটি মানুষ স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে মাথা নত করে নাই। পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে নাই।
যারা বঙ্গবন্ধকে হত্যা করেছে তাদের বিদেশ থেকে দ্রুত ফাঁসি কার্যকরের দাবী জানাই। ২১ আগস্ট যারা গ্রেনেড হামলা করেছে সেই বিএনপি জামাতের কোনো রেহাই নেই।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম পলাশের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জয়,
সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সজিব মোল্লা, সাজেদুল ইসলাম খোকন, আবুল কালাম, আমির, সালেহ আহমেদ, রোকন, মানিক ও রবি সহ অন্যান্য নেৃতৃবন্দ।