দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ প্রয়াত সাংগঠনিক সম্পাদক তানভীর রনি রূহের আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) বাদ আসর শহরের দেওভোগ বড় জামে মসজিদে (শুক্কুরকারী) এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এতে মরহুমের রূহের আত্মার মাগফেরাত কামনায় দেওভোগ বড় জামে মসজিদে ইমাম মাওলানা আব্দুর বারী বিশেষ দোয়া ও মোনাজাত করেন। দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য,
সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, প্রচার সম্পাদক শহিদ হোসেন, কার্যকরি সদস্য তাপস সাহা, মেহেদী হাসান সজীব, আরিফ জয়, সদস্য মোক্তার হোসেন, কাইয়ূম খান, হাসান উল রাজীব।
উপস্থিত ছিলেন, সিনিয়র ফটো সাংবাদিক প্রণব রায়, শিপন আহম্মেদ, দৈনিক আলোকিত বাংলাদেশ নারায়ণগঞ্জ প্রতিনিধি শরিফ সুমন, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাসুম, সাংবাদিক আরিফুজ্জামান আরিফ, অপরাধ রিপোর্ট ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদুর রহমান দীপু, দৈনিক ডান্ডিবার্তা’র প্রতিনিধি জাহাঙ্গীর আলম,
সাইফুল ইসলাম সায়েম, ফটো সাংবাদিক রিপন মাহমুদ, এনএএন টিভি নিজস্ব প্রতিনিধি বদরুজ্জামান রতন, ক্যামেরা পার্সন সাগর খান।
আরো উপস্থিত ছিলেন, তানভীর রনি’র ছোট ইসমাইল, তানভীর রনি একমাত্র ছেলে, আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, স্বপন দাস, আকাশ দাস, উল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার, সাংগঠনিক সম্পাদক এম এ কুদরত উল্ল্যাহ,
কার্যকরি সদস্য এম এ সাইফুল্লাহ রাহাত সহ জাতীয় ও স্থানীয় সংবাদ মধ্যমগুলোর বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, ফটো সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
উল্লেখ্য, ১২ আগস্ট দুপুর ২টার দিকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এর আগে ১১ আগস্ট বুধবার রাত থেকেই তার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল। রাতে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান তিনি। পরে ১২ আগস্ট বাসায় দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।