দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে লেডি সন্ত্রাসী ও ব্লাকমেইলার শাহিদা-শাহাদাৎ দম্পতির কবল থেকে মুক্তি ও তাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে রুস্তমপুর এলাকাবাসী।
রোববার (৮ জুলাই)দুপুর বারোটায় তারা রুস্তমপুর ব্রীজ সংলগ্ন এলাকার এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান,শাহিদা একজন প্রতারক। তিনি ও তার স্বামী মিলে নানা অপকর্ম করার দায়ে স্থানীয় তাকে সমাজ থেকে বহিস্কার করে। তারপর তিনি আরো একটি স্থানে গিয়েও বহিস্কার হন। ফের তিনি রুস্তমপুর এসে এ এলাকার সাধারণ মানুষের সাথে প্রতারণা শুরু করেছে।
হামলা মামলার ভয় দেখিয়ে প্রতিনিয়তই মানুষের কাছ থেকে অবৈধ অর্থ উপার্জন করছে। এমনকি তিনি এ এলাকার যুবকদের নানা সময় কু-প্রস্তাব ও ব্লাকমেইলিং করছে।
বক্তারা আরো জানান, এই শাহিদা দম্পত্তি স্থানীদের জমিতে অবৈধ দখলের ও ঘটনা ঘটিয়েছে। তাদের অত্যাচারে অনেক প্রতিবেশী এলাকা ছাড়া হয়েছে। সম্প্রতি তিনি স্থানীয় সমাজ সেবক আব্দুর রশিদের দেয়া বাউন্ডারি ওয়াল জোরপূর্বক ভেঙ্গে দেয়।
আমরা প্রশাসনের কাছে তার অবিলম্বে গ্রেফতারের দাবি জানাই। প্রশাসন যেন এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের আওতায় আনেন।
মানববন্ধনে অংশ নেন স্থানীয় সমাজ সেবক আব্দুর রশিদ,রুস্তমপুর পঞ্চায়েত কমিটির উপদেষ্টা অহিদুল ইসলাম ভেন্ডার,ইদ্রিস আলী,হুমায়ুন কবির,সহ-সভাপতি হাজী মোহাম্মদ আলী,জামাল উদ্দিন,সমাজ সেবক ইসমাঈল হোসেন রতন প্রমূখ।