দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিশেষ ওএমএস (খোলা বাজারে স্বল্প মূল্যের চাল ও আটা বিক্রয়) কার্যক্রমের উদ্বোধণ করেন নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার।
সোমবার (২৩আগষ্ট) সকাল ১১টায় নাসিক ২১নং ওয়ার্ডের রুপালী গেইট এলাকায় প্রায় ৫’শ পরিবারের মাঝে ৫কেজি চাল ও ৫ কেজি আটা বিতরন করা হয়।
এ সময় স্বল্প আয়ের মানুষের কাছ থেকে প্রতি কেজি চাল ৩০টাকা ও প্রতি কেজি আটা ১৮টাকা দরে বিক্রি করা হয়।
স্বল্প মূল্যের চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধণকালে কাউন্সিলর হান্নান সরকার বলেন,প্রধানমন্ত্রীর ক্ষুধা নিরুদ্দেশ ভিশনের বাস্তবায়নে আমরা মাননীয় মেয়রের নির্দেশে কাজ করে যাচ্ছি। প্রতিটি ওয়ার্ডেই স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে আমরা ৫কেজি চাল ও ৫কেজি আটা বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছি। আপনারা মাস্ক পড়ে নিয়ম মেনে এই সেবা গ্রহন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক নুরুন নাহার সন্ধ্যা,বাবু শিকদার,সাইদুর রহমান সরদার,ডিলার ওসমান গনি প্রমূখ।