দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ দেশব্যাপী চলমান মরনবেধী মহামারী করোনা ভাইরাস থেকে প্রতিরোধক ভ্যাকসিন গ্রহনে জনসাধারন কে সচেতন করতে বিনামূল্যে সুরক্ষা এপসে নিবন্ধন করতে সহায়তার হাত বাড়িয়ে দিলেন মিশেল ফাউন্ডেশনের কর্নধার মিশেল আহমেদ।
শনিবার (১৪ই আগষ্ট) নগরীর ১২ নং ওয়ার্ডের জামতলা মসজিদ গল্লি এলাকায় এ কার্যক্রম দীনব্যাপী পালন করে।
জামতলা মসজিদ গল্লি এলাকার আয়োজনে ও মিশেল ফাউন্ডেশন এবং আমরা খানপুর এলাকাবাসীর সহোযোগিতায়, এলাকার সাধারন মানুষ এ সেবা গ্রহন করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এসময় জামতলা পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক সহ অনেকেই উপস্থিত ছিলেন।