দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির “করোনা হেল্প সেন্টারের” উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১৪ আগষ্ট) সকাল ১০ টায় কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সংগঠনটির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের সভাপতিত্বে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাস্ক বিতরণ কর্মসূচিতে জন-সাধারণকে সচেতন করার আহবান জানিয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দরা বৈশি^ক মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য মাস্ক পড়ার আহবান জানান। পাশাপাশি যে সকল পথ-চারিরা মাস্ক পড়েননি। তাদেরকে নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এ্যাড. রফিক আহম্মেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, ফয়েজ উল্লাহ সজল,
মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর বিএনপি নেতা শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।