দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় নির্মাণাধীন ভবনের জায়গায় জমে থাকা পানিতে মশার প্রজন্নন কেন্দ্র হওয়ায় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে শহরের ডালপট্টি এলাকায় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় সহযোগিতায় ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ সহ মশক নিধন কর্মীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন বলেন,‘আজকে থেকে প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। নিতাইগঞ্জ এলাকায় একটি নিমাণাধীন ভবনের জায়গায় পানি জমে থাকায় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ জরিমানার আগে তাকে একাধিকবার মৌখিক ও চিঠিতে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিদিন একই জায়গায় ওষুধ ছিঠানো হচ্ছে। তারপরও সর্তক না হওয়ায় এ জরিমানা করা হয়।’
তিনি বলেন,‘ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন প্রস্তুত রয়েছে। নগরবাসী সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। তবে যদি কেউ সচেতন না হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এ অভিযান ধারাবাহিক ভাবে চলবে।’