দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউপির ২নং ওয়ার্ডে এ দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা ফজর আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হত না। তার বলিষ্ঠ নেতৃত্বে এ দেশের লাখো লাখো মানুষ মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলো। এ দেশে বঙ্গবন্ধুর মত মহান নেতা বার বার জন্মায় না। তাই আজকের এদিনে আমি তার প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
গোগনগর ইউপির ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার লিপি আক্তার বলেন, বঙ্গবন্ধুকে একাধীকবার পাকিস্তানীরা মারতে চেয়েছিলো। কিন্তু তারা বঙ্গবন্ধুকে মারতে পারেনাই। আর্ন্তজাতিক চক্রান্তের সাথে হাত মিলিয়ে এদেশে কিছু কুলাঙ্গার তাকে সহ তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করে।
তবে বিদেশে থাকায় ভাগ্যগুনে বেঁচে যান জননেত্রী দেশরতœ শেখ হাসিনা ও শেখ রেহেনা। আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। তাই আমি আজকের এদিনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের নিকট আহ্বান জানাচ্ছি।
মো: আলী হোসেন তার বক্তব্যে বলেন, যতদিন বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকা উড়বে, ততদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন মানুষের অন্তরে। এদেশ থেকে তার নাম যতই মুছে ফেলার চেষ্টা করুক না কেন, তা কখনোই সম্ভব হবেনা। কেননা, বঙ্গবন্ধু অমর।
দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎ বরণকারি তার পরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির মাদবর, সাধারন সম্পাদক মোহাম্মদউল্লাহ্ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মোসলে উদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজির ফকির, হাজী মো: কামাল হোসেন, ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: আলী হোসেন, গোগনগর ইউপির ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার লিপি আক্তার প্রমূখ।