দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগরের ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট বুধবার বিকেলে হাজীগঞ্জ রেললাইন এলাকায় এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন বলেন, আমাদের মন পরিস্কার। যাদের মন পরিস্কার তাদের উপড় আল্লাহর রহমত থাকে। শামীম ওসমান কুরআনের মাধ্যমে বুঝায়। আজকে একটা পক্ষ আমার নেতাকে নানান কথা বলে। আমার কষ্ট লাগে আমার দুঃখ লাগে। যে পরিবারের একটি মায়ের তিনটি সন্তান এমপি হয়েছে তাদের নিয়ে কথা বলা হয়।
তাকে নিয়ে বলা হয় তিনি দু:সময়ে ছিলেন না। আমরা জানি নেত্রীর নিদের্শেই চলে গেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তুমি চলে যাও স্বাধীনতা বিরোধী শক্তি তুমাকে মেরে ফেলবে। আমরা কিন্তু সেদিন রাজপথ ছাড়ি নাই। আমরা সেদিন ছিলাম আমরা জানতাম শামীম ওসমান আসবে। তিনি নারায়ণগঞ্জবাসীর জন্য আসবেন।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন লাভলু উপস্থিত ছিলেন।
১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জাবেদ হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি শিব্বির আহমেদ, নুরে আলম রশীদ, সহ প্রচার সম্পাদক উজ্জল চন্দ্র দে, সমাজকল্যাণ সম্পাদক এস আলম রাসেল, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সজিব মোল্লা,
সহ সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক লাল মিয়া হোসেন, কার্যকরি সদস্য জসিম খন্দকার, রাকিবুল ইসলাম সুমন, নাদিম শেখ, আক্তার শিকদার, আমির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালাম খন্দকার সেলিম, শামীম পাপ্পু, পিয়াস ও সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।