দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জাতীয় শ্রমিকলীগের আইন ও দরকষাকষি সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন বলেছন, আমরা শ্রমিকলীগের যারা যার রয়েছি, শ্রমজীবী মানুষ, আমরা যারা কঠোর পরিশ্রম করতে পারি, আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোমবার (১৬ আগষ্ট) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ও মহানগর শ্রমিকলীগের মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ষড়যন্ত্র কিন্তু এখনও আছে, ষড়যন্ত্র থাকবে। তার মধ্যদিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি আশাকরি, নারায়ণগঞ্জে যারা জেলা ও মহানগর শ্রমিকলীগের নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা শক্ত হাতে হাল ধরেন। জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত আলহাজ্ব শুক্কুর মাহমুদ শুক্কুর ভাই।
ওনি আমাদের জন্য অনেক কিছু করে গেছেন। আমাদের এ শ্রমিক সংগঠক, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের যতগুলো সংগঠন আছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন। সেই সংগঠনে আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আজকের এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সেদিন যারা শাহাদাৎ বরণ করেছিলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ্ তাদেরকে জান্নাতবাসী করুক। আপনারা আমাদের প্রিয় নেতা আলহাজ্ব শুক্কুর মাহমুদের জন্যও দোয়া করবেন, আল্লাহ্ যেন তাকেও জান্নাতবাসী করেন।
জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন বাবুল, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না ও জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমানসহ জেলা ও মহানগর শ্রমিকলীগ অন্যান্য নেতৃবৃন্দরা।