দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ খুলনা জেলার রুপসা উপজেলার শিয়ালদী গ্রামে অর্ধশতাধিক হিন্দু পরিবারের বাড়িঘরের উপর হামলা চালিয়ে মন্দির-প্রতিমা, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর,গরু-ছাগল লুট সহ সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে নৃশংসভাবে হত্যা করায় হত্যাকারীদের গ্রেফতার এবং সরকারি বাজেটে ৩ হাজার কোটি টাকা বরাদ্দের দাবীতে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৩ আগষ্ট)সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট মহানগরের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,যুগ যুগ ধরে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর বর্বর হামলা চালিয়ে যাওয়া হচ্ছে।হিন্দুদের ঘরবাড়ি ভাংচুর করে লুটপাট করা হচ্ছে।যারা এর প্রতিবাদ করছে তাদের হত্যা করা হচ্ছে। ব্রাক্ষনবাড়িয়া,পটুয়াখালীর কলাপাড়া, মৌলভীবাজারের কুলাউরা হামলার প্রথম থেকেই যদি প্রতিবাদ হতো তাহলে আজকে খুলনায় এমন ঘটনা ঘটতো না।
খুলনার রুপসা উপজেলার অর্ধশতাধিক ঘরবাড়ি,মন্দির,দোকান,ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট হতো না।খুলনার হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।সেই সাথে যারা জড়িত এই ঘটনায় এবং সাভারের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে নৃশংসভাবে হত্যায় তাদের গ্রেফতার করে শাস্তির দাবী জানাচ্ছি।
বক্তারা আরো বলেন,আমাদের সংখ্যালঘুদের বরাবর সরকার বঞ্চিত করে যাচ্ছে।তাই সরকারের কাছে আমাদের দাবী সরকারি বাজেটে ৩ হাজার কোটি টাকা বরাদ্দের।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি খোকন সাহার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি উত্তম দাস,বিশ্বজিৎ রায় খোকন,সাধারণ সম্পাদক শোভন দাস,ধর্ম বিষয়ক সম্পাদক সত্যজিৎ পাল সাধু,সিনিয়র উপদেষ্টা নয়ন সাহা,ছাত্র মহাজোটের সঞ্জিত সাহা প্রমূখ।