দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ২১ শে আগষ্টের গ্রেনেট হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
শনিবার (২১শে আগষ্ট) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে ২নং রেলগেট এলাকায় আওয়ামী লীগ কার্য্যলয়ে এ কর্মসচী পালন করে নেতাকর্মীরা।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা মিজানুর রহমান বাচ্চু সহ সভাপতি মোঃ আব্দুল কাদীর, মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এড, আনিসুর রহমান দিপু ,
সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহিদ বাদল, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক এম এ রাসেল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোঃ শামসুজ্জামান ভাষানী, মরিয়ম কল্পনা, এ্যাড,কামরুজ্জামান বুলেট, মোঃ শাহজাহান প্রমূখ।
এসময উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বিএনপি জোট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সুপরিকল্পিত ভাবে শেখ হাসিনা সহ নেতৃত্ব শূন্য করতে ২১ আগষ্টে বোমা হামলার ঘটনা ঘটিয়ে নেতাকর্মীদের হত্যা করে। শুধু তাই নয় জর্জ মিয়া নাটক সাজিয়ে ঘটনার মুল আসামিদের আড়াল করতে অপচেষ্টা চালায়।
সেই সাথে বোমা হামলায় ব্যাবহত আলামত নষ্ট করে বিএনপি। আমরা এই হত্যাকান্ডের সাথে জড়িত দোষী ব্যাক্তিদের শাস্তির দাবি করছি।
আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জসিমউদদীন । মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।