দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভিতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় স্থানীয় জনতা শিমুল (২৫) ও নূর হোসেন (২২) নামে দুই ভূয়া ডিবি পুলিশকে গনপিটুনী দিয়ে বন্দর থানা পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
ওই সময় পুলিশ জনতার সহযোগিতায় আটককৃত ভূয়া ডিবি পুলিশের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি লাইট, ডিবি পুলিশের ভূয়া আইডিকার্ড ও চাঁদা আদায়ের নগদ ১২’শ টাকা উদ্ধার করে। গত ২০ সেপ্টেম্বর সোমবার রাতে বন্দর থানার নবীগঞ্জ লতিফ হাজীর মোড়স্থ টুকু মিয়ার সামনে থেকে এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। এ ব্যাপারে ভূক্তভোগী হিরু ওরফে হিরন মিয়া বাদী হয়ে আটককৃত দুই ভূয়া ডিবি পুলিশের বিরুদ্ধে বন্দর থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২২(৯)২১।
আটককৃত ভূয়া ডিবি পুলিশরা হলো নরসিংদী জেলার পলাশ থানার ইসরামপাড়া এরাকার মিলন মিয়ার ছেলে শিমুর (২৪) বর্তমানে সে বন্দর আমিন আবাসিক এলাকার ৩নং গল্লী বাসিন্দা ও অপর আটককৃত নূর হোসেন (২২) বন্দর লেজারার্স ৩নং গল্লী বাসিন্দা বরে জানা গেছে। আটককৃত দুই ভূয়া ডিবি পুলিশকে মঙ্গলবার সকালে উক্ত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।