দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ৪২ বছরের চাকুরি শেষে অবসর জীবনে পা রাখলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য আলী আজগর।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বি বি রোড জনতা ব্যাংকের কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে তার বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেনারেল ব্যাংকিং ও প্রশাসন ম্যানেজার সহকারী মহা-ব্যবস্থাপক আমিনুল ইসলাম, সিনিয়র অফিসার হাবিবুর রহমান,ম মাসুদুর রহমান, হোসেন আলী, অফিসার জনি সাহা, ইনতাজুল সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা তাকে মনোগ্রামকৃত ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালের ২৮ জানুয়ারী আলী আজগর জনতা ব্যাংকে চাকুরী জীবনের সূচনা করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। এছাড়াও রাজনৈতিক জীবনে তিনি বর্তমান মহানগর শ্রমিক দলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনেও দায়িত্ব পালন করছেন।