দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আমার ডিকশনারিতে না নেই। অসম্ভব বলে কোনো কথা নেই। আমিই আমার নিজের ডিকশনারি- বলেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বই উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইভী বলেন, আমার দ্বারা সম্ভব আর আমি করিনি এমন ইতিহাস নেই। আমি কাজ করার জন্য একপায়ে ব্যাকুল হয়ে আছি। কিন্তু আমার তো লোক লাগবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এতো উন্নয়ন করছেন সেগুলো আমরা না বললে দেশের মানুষ জানবে না। সারাদেশে কী পরিমাণ কাজ হচ্ছে, কত ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সে সম্পর্কে আমাদের জানা খুব কম। এমন কোনো জেলা নেই সেখানে কাজ হচ্ছে না।
এসময় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান জুলহাস ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ উপস্থিত ছিলেন।