দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপ এর২০ বছর পূর্তি উৎসব উপলক্ষ্যে আনন্দ র্যালী,আলোচনা সভা,কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার(৩ আগষ্ট)নারায়ণগঞ্জ কলেজ এক্স-রোভার এসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী ২০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথমে সকাল ১০টায় নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে নারায়ণগঞ্জ কলেজের ২০ ব্যাচের রোভারদের নিয়ে নারায়ণগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ও জেলা রোভারের কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহিরের নেতৃত্বে আনন্দ র্যালী হয়।পরে সকাল ১১টা থেকে নারায়ণগঞ্জ ইসদাইরে অবস্থিত সামসুজ্জোহা কমপ্লেক্সে আলোচনা সভা,পরিচিত সভা,কেক কাটা ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়।দিনব্যাপী চলে এই অনুষ্ঠানটি।
এসময় অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ কলেজের রোভার স্কাউট লিডার শরীফ মোহাম্মদ আরিফ মিহিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রোমন রেজা এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক শফিকুল ইসলাম,আল আমিন,নারায়ণগঞ্জ রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মোঃগোলাম মোস্তফা শাহিন সহ প্রদীপ কুমার দাস।
প্রধান অতিথির বক্তব্যে রোমন রেজা বলেন,নারায়ণগঞ্জ কলেজে রোভার স্কাউট গ্রুপের আজ ২০ বছর পূর্তি।২০০০ সালে নারায়ণগঞ্জ কলেজের রোভারের প্রতিষ্ঠাতা সেই থেকে আস্তে আস্তে আজ ২০ বছরে পর্দাপণ করলো।এভাবেই নারায়ণগঞ্জ কলেজের রোভাররা এগিয়ে যাবে।
নারায়ণগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রথম সিনিয়র রোভার মেট ও এক্স রোভার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপের সহকারী সিনিয়র রোভার মেট ও এক্স রোভার এসোসিয়েশনের বর্তমান সভাপতি মোঃকামরুল ইসলাম সহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন রোভার সালেহ আহমেদ উজ্জ্বল,মোঃরিয়াজ উদ্দীন,আরিফুল ইসলাম জনি,জাকির হোসেন,নাজমুল ইসলাম নাহিদ,রাশেদুল ইসলাম,
আতিয়া আক্তার এ্যানি,টুম্পা আক্তার,লিমা আক্তার,ইউসুফ হোসেন,হাবিবুর রহমান,মোহন,রায়হানুল ইসলাম,ডালিম পাঠান,প্রেসিডেন্ট রোভার স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত বিরাজ পাল চৌধুরী,আবুল কাশেম,হিমেল হোসেন,মনিকা আক্তার,তানিম আকন্দ,শুভ ইসলাম,সুমন হোসেন,সাইদুল ইসলাম রবিন,বিউটি আক্তার,শারমিন আক্তার,তাহমিনা আক্তার,হেনা আক্তার,ওমর ফারুক,বর্তমান সিনিয়র রোভার মেট নবী হোসেন সহ অন্যান্য প্রাক্তন ও বর্তমান রোভারবৃন্দ।