দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বন্দরে ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কাদির মিয়ার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা নির্বাচন অফিসার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মহামারী করোনা ভাইরাস প্রার্দূভাবের কারনে নির্বাচনের সময়সিমা বিলম্ব হয়। বর্তমান সময়ে পরিস্থিতি অনুকুলে থাকায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বন্দরে ৯টি ওয়ার্ডে কাউন্সিলরদের সাথে উপজেলা নির্বাচন অফিসার মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত জেলা নির্বাচন অফিসার মতিউর রহমান,১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর,২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া,
২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান,২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন,১৯,২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ,২৫,২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা প্রমূখ।