দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসিনা রহমান শিমু গংদের জমি দখলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। স্থানীয় মিডিয়াতে এই বিষয় সংবাদ প্রকাশ হওয়ার পর আরও মরিয়া হয়ে উঠেছেন তারা।
এখন ঘটনাস্থলে হাসিনা রহমান শিমু নিজে উপস্থিত হয়ে নির্মাণ কাজের তদারকি করছেন। তার এই আচরন আইনের প্রতি কতটুকু সম্মান দেখাছেন সেই বিষয় প্রশ্ন তুলেছেন খোদ ভুক্তভোগী নাজমুল হক রানা।
এদিকে, বাদী পক্ষ হলফযোগে এক দরখাস্ত দ্বারা বর্ণিত কারণে দেঃ কাঃ বিঃ আইনে ১৫১ ধারার বিধান মতে বিগত ইং ১৩/১০/২১ তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের পরিপ্রেক্ষিতে ১-৫নং বিবাদীগণের বিরুদ্ধে অত্র মোকদ্দমা নিস্পত্তি না হওয়া পর্যন্ত জবংঃৎধরহবফ এর আদেশের প্রার্থনা করে নথি পেশ করা হয়। সার্বিক অবস্থা বিবেচনা করে উভয় পক্ষের নালিশা জমির দখল, আকার, আকৃডু পরিবর্তন ও হস্তান্তর বিষয় উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নিদের্শ প্রদান করেন বিজ্ঞ আদালত।
তবে বিজ্ঞ আদালতের সেই নির্দেশকে তোয়াক্কা না করেই নিজের অদৃশ্য ক্ষমতা বলে জমি দখল, আকার, আকৃডু পরিবর্তনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন বলে জানান ভুক্তভোগী পরিবার।
এদিকে আদালতের নির্দেশনা অমান্য করার পরও ঘুম ভাঙ্গেনি বন্দরথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহার।
তবে এ বিষয় তিনি মুঠোফোনে জানান, আদালতের নির্দেশনা যদি কেউ অমান্য করে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহন করবো।
এখন দেখার বিষয় বন্দরথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা কি ব্যবস্থা নিবেন। সেটা এখন দেখার বিষয়।