দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের উত্তর চাষাঢ়া এলাকার ভাষা সৈনিক একেএম সামসুজ্জোহা সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১০ অক্টোবর) দুপুরে সড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। সড়কটিতে উন্নত প্রযুক্তি এ্যাসফল্ট কার্পেটিং কাজ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, স্থানীয় কাউন্সিলর শওকত হাসেম শকু, মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগম, প্রকৌশলী মোস্তাফিজ, মেয়রের পিএ আবুল হোসেন, চাষাঢ়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন কামরান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদাসহ এলাকাবাসী।
কাউন্সিলর শওকত হাসেম শকু জানান, আমার ওয়ার্ডের কোন সড়কের উন্নয়ন কাজ বাকি নেই কিছু কাজ চলমান আছে। সেগুলো দ্রুত শেষ করা হবে। আজ উত্তর চাষাঢ়ার সড়কের এ্যাসফল্ট কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। এটি খুব উন্নত মানের কাজ এবং টেকসই। ভাষা সৈনিক একেএম সামসুজ্জোহা সড়কটি সরাসরি চাষাঢ়ার সাথে যুক্ত। এর মাধ্যমে এ এলাকার নাগরিক সুবিধা আরো এক ধাপ এগিয়ে আসলো।