দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছে। গত বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজামন্ডপ পরিদর্শন কালে চেয়ারম্যান প্রার্থী কাজিম উদ্দিন প্রধান হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, নারায়ণগঞ্জ জেলার মধ্যে বন্দর হলো সর্বচ্চ শান্তির জায়গা। এখানে কোন হানাহানি নেই। আমি আপনাদের খোঁজ খবর নিতে এখানে এসেছি। আপনারা জানেন আমি কলাগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আপনারা সকলে জননেত্রী শেখা হাসিনার প্রতিক নৌকাতে ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখবেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, প্রবীন আওয়ামীলীগ নেতা ইয়ানূর মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক বাবুল মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, শ্রমিকলীগ নেতা এবাদুল্লাহ যুবলীগ নেতা কাজল, আওয়ামীলীগ নেতা সোহেল, যুবলীগ নেতা লাখিম, আমানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।