দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: দিগুবাজার পিজন ফ্যান ক্লাবের পক্ষ থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে নগরীর দিগুবাবুর বাজারে এ আয়োজন করা হয়। এসময় ১ম ও ২য় হওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ২০২১ সালে ১ম যৌথ বিজয়ি মো. হৃদয় ও হাজি মোবারক হোসেন। ২য় বিজয়ি মোঃ সেন্টু, মোঃ মোসারফ হোসেন মোঃ রাজু, মোঃ হুমায়ন, মোঃ মফিজুল, মোঃ লিমন, মোঃ সিফাত, মোঃ মানিক, মোঃ লাভলু।
উল্লেখ্য, গত ৮ তারিখ শুক্রবার সকালে কবতুর প্রেমীদের সমন্বয়ে এক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ৩২ জন কবুতর প্রেমী প্রতিযোগী অংশগ্রহণ করে। সকলেই ২টি করে কবুতর দিয়েছে।