দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার আপত্তিকর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় প্রেমিক মারুফকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে প্রেমিকার মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মারুফ শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার মির্জাপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ফতুল্লার তল্লা এলাকার ওই কিশোরীর (১৭) সঙ্গে মারুফের প্রেমের সম্পর্ক হয়।
এ সুযোগে দুজন বিভিন্ন স্থানে বেড়াতে যান। তখন কৌশলে মারুফ মোবাইলে ওই কিশোরীর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। এর মধ্যে কিশোরীকে বিয়ের প্রস্তাব দেন মারুফ।
প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ধারণ করা ভিডিও ও ছবি ফেসবুকে ছেড়ে দেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় মারুফকে গ্রেফতার দেখানো হয়েছে।